সকল অনুভূতি সমান ভাবে মনকে নাড়া দিতে পারে না।
কিছু তার আলতো ছুঁয়ে যায়,কিছু বিঁধে বুকের গভীরে,
আর কিছু দ্বিধা-দ্বন্দ্বে জড়িয়ে খোঁজে বাঁচার ঠিকানা।।


সকল সুখ সমান ভাবে মুখে হাসি ফোটাতে পারে না।
কিছু তার কপালগুনে আসে,কিছু অর্জিত হয় কষ্টে,
আর কিছু নিরুপায় হয়ে ধরা দেয় ঘোচাতে কালিমা।।


সকল চাওয়া-পাওয়া কখনো সমান ভাবে পূরণ হয় না।
কিছু পাওয়া চাওয়ার আগেই,কিছু চাওয়ার মৃত্যু হয়,
আর কিছু চিরজীবন রাঙাতে ব্যস্ত স্বপ্নের আঙ্গিনা ।।


সকল বসন্ত সমান ভাবে প্রাণে ঝড় তুলতে পারে না।
কিছু বসন্ত নীরবে হারায়,কিছু বসন্তের রেশ থেকে যায়,
আর কিছু বসন্ত শোনায় কেবলি "সে তোমার চেনা"।।


সকল মন সমান ভাবে ভালোবাসার ছোঁয়া পাই না।
কিছু মন খোঁজে নীরবতা,কিছু মনে থাকে ব্যকুলতা,
আর কিছু মন প্রচন্ড সুখেও কেঁদে মরে পেয়ে যন্ত্রণা।।


সকল প্রেম সমান ভাবে বিশ্বচরাচরে প্রস্ফুটিত হয় না।
কিছু প্রেম যাচে দুরন্ত যৌবন,কিছু প্রেম মাগে আলিঙ্গন,
কিছু প্রেম কালের যাত্রী হয়ে করে অমরত্বের সাধনা।।