জাগরণী গানে ভুবন দোলে,
সকলি করুক সকলের গান।
চির নব শিশু মায়ের কোলে,
আলোতে ভরুক জননী প্রাণ।।


সবুজে সবুজ হউক সকলি,
আবার উঠুক জাগিয়া প্রাণ।
ষড়রিপু হউক আপনি বলি,
অন্তর করুক শুচি স্নান।।


হলে হোক কারো ভুল-ভ্রান্তি,
জানা অজানার দোলাচলে।
হৃদয়ে থাকুক পরম শান্তি,
সকলের হাত ধরি সকলে।।


মধুর বাণীর অমৃত ধারা,
যাহারা করিবে পান।
মূলেতে ঢুকে অনায়াসে তারা,
সন্দেহ করে অবসান।।


আমরা জাগিব,আমরা হাসিব,
আমরা রচিব জীবন গান।
বজ্রকন্ঠে ঘোষণা করিব,
যা কিছু মহান আমাদেরি দান।।