শুধু লিখছে তা কিন্তু নয়।
পূর্ণাঙ্গ চিত্র ধারণ করছে গোপন ক্যামেরা,
দেখে-শুনে-বুঝে রায় ঘোষণা করবে জগত গোসাঁই।।


ঘুমন্ত জনের কলঙ্ক রচনায় ইতিহাস বিস্মিত।
নিদ্রা অবসানে সে সৌন্দর্যের বিকাশ ঘটাবে,
প্রণেতার কর্মযজ্ঞ কিন্তু ইতিমধ্যে লিখিত ও চিত্রিত।।


হাসিমাখা মুখে দুঃখের অশ্রুদান চরম আত্মঘাতী।
নিয়তির ঘূর্ণনে একদিন মহানন্দে হাসিবে সেজন,
নিশ্চিত জঘন্য স্থানে হবে ব্যথার জন্মদাতার বসতি।।


প্রাণের কান্না দেখে প্রাণের নীরবতা সংকটময় মুহূর্ত।
হাজারো পাপড়ি এক পুষ্পেরি অংশ ভিন্ন কিছু নয়,
বাগান বিনষ্টের অপরাধ স্পষ্ট করে লিখেছে চিত্রগুপ্ত।।


আমি করি নাই, আমি দেখি নাই, আমি কিছু শুনি নাই।
এহেন নিবেদন মূল্যহীন সচিত্র প্রতিবেদনের সম্মুখে,
মুক্তি একমাত্র সুন্দর-শুদ্ধ-পবিত্র-মঙ্গলময় কল্পনায়।।