কোথা থেকে আসে সে, কোথা চলে যায়
জানো যদি ওগো সখী, বলোগো আমায়
হাত ধরে নিয়ে চল মোরে-----
আমি যেতে চাই সেই ঠিকানায়।।


যুগে যুগে আসিয়াছি, আঁখি জলে ভাসিয়াছি
এমন নিঠুর প্রেম দেখিনিতো আগে,
কে বা কার লাগি আসে, কে বা কাঁদে কে বা হাসে
কার লাগি কার প্রাণে কি নেশা জাগে,
অবুঝ রাখিতে মোরে, কেবলি চাতুরী করে
নিয়ে চল দেখে আসি এত কিছু কে শেখায়।।


আমি যদি মরি সখী কোথা পাবি আর,
কাঁদিয়া কাঁদিয়া যদি, নদী হয় নিরবধি
তবুও ভাঙিবে না গো ব্যথার পাহাড়।।


অবলা ভাবিয়া মোরে, বারেবারে থাকে দুরে
এমন কঠিন পুরুষ দেখিনিতো আগে,
কি জানি কি যাদু জানে, কেবলি এ মন টানে
কেবলি রাঙায় হিয়া নব অনুরাগে,
অজানা থাকিতে চায়, এ কেমন প্রেমদায়
আমিও কাঁদাতে জানি গিয়ে তোরা বলে আয়।।