একগুচ্ছ অপরাধে ভরপুর বলেই চিনতে কষ্ট হয়।
নৃশংস হত্যা যজ্ঞের একমাত্র সাক্ষী তুমি,
অবস্থান করছো নীরবে নিভৃতে, পেয়ে পূন্যভুমি,
ওগো নিভৃতচারিণী, দেখছি সর্বদা তোমারি হয় জয়।।


যেদিকে টানছো সেদিকেই চলছে মোর জীবন তরী।
ভয়ংকর স্রোত তুলতে অক্ষম আপন নদী,
গতিপথ রুদ্ধ করার চেষ্টা ব্যর্থ নিরবধি,
তোমার রঙিন বাতাস পালের সাথে করে গড়াগড়ি।।


নিজশক্তির গুণে গোপন রাখিলে মুক্তির সমাধান।
তোমারে বাঁধিবার খেলায় আমি নিত্য পরাজিত,
বুঝি না কোনোমতেই আমি জীবিত না মৃত,
পিছুটানে বন্ধী হয়ে জানছি না করিতে তাঁহার সন্ধান।।


একরাশ অভিমান বুকে তবু তোমার নেই অনুশোচনা।
সুখ-দুঃখ-আনন্দ-বেদনা সর্বত্র তোমার অধিকার,
আমার অংশে রেখেছো শুধুই সকলি হারাবার,
বসতি গড়ে আমা-মধ্যে সৃজিছো নিত্য নতুন ভাবনা।।


ওগো, আর পারছি না সইতে এ ঘোর অন্ধকার।
হয় আলো দাও, না হয় ছাড়ো বাসস্থান,
আমি শিখে আসি তোমারে বাঁধিবার গান,
নব সুরের মূর্ছনায় কাঁদাতে চাই তোমাকে বারংবার।।