সকলি কেড়ে গেল সে দুরে
আমায় একা করে,
বনপথে আমি ঘুরেফিরে মরি
জনম জনম ধরে।।


কাঁদাতে জানিলে কাঁদাতে হবেই
এমন কিছু কি রীতি আছে,
ভুলিতে জানিলে ভুলিতে হবেই
এমন নিয়ম কোথা রয়েছে।
এতই যদি জানা থাকে তাঁর-
কেন শেখালো না এসব মোরে।।


বুঝেছি আমার মালাটি গাঁথা শেষতো হবেনা আর,
ছাই হয়ে আছে তবুও এ প্রাণ পুড়িতে যায় বারেবার।


বিরহ ঢালিয়া প্রেম হরে যাঁরা
কভু কি তাঁরা ভালো হয়,
অবলা যারা নিজহারা তারা
সাধন রতন অধরা রয়।
আসা-যাওয়া আর লাগেনা ভালো-
নিয়ে যাও এসে হাতটি ধরে।।