ভাবনা যত যাতনা তত,
বসিয়া বসিয়া আর ভাবিবে কত।


যত উপমা সকলি আরাধনা,
যেটুকু স্বাধীন তাহাইতো উন্মাদনা।


গভীর রজনী অভেদ্য কাহিনী,
নিস্তার নেই নিশ্চিত কাঁদাবে স্বজনী।


দুরে যাওয়া যায় ভোলা নাহি যায়,
আহত জন বাড়াবে স্পন্দন সর্বাবস্থায়।


কি ভেবেছো মনে জানে সে জানে,
লুকানোর পথ রুদ্ধ রয়েছে স্বগুণে।


ছিলো সকলি তবুও ঐশ্বর্যের বলি,
অন্ধত্বে স্বগর্বে হাসলো বিধিলিপিগুলি।


যেটুকু যায় চিরদিনের জন্য হারায়,
পিছুটান বসেছে গেড়ে প্রতিশোধের প্রতীক্ষায়।


সাজানো বাগান মর্মস্পর্শী আখ্যান,
রাজার ভিখারি বেশেই হলো গল্পের সমাধান।