এই......
আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো!
দুর!! তোমার শুধু দেরি হয়।এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কি কর কে জানে!আমার শাড়ীর আঁচলটা একটু ঠিক করে দিয়ে যাও।


এই......
আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো!
দুর!! তোমার শুধু দেরি হয়।দুটো ভাত নিয়ে তুমিও খাও আর আমাকেও দুটো খাইয়ে যাও।


এই......
আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো!
দুর!! তোমার শুধু দেরি হয়।আমার মোবাইলটা চার্জ হয়েছে কি না দেখোতো একটু!সাথে হেডফোনটাও একটু খুঁজে দিও।


এই......
আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো!
দুর!! তোমার শুধু দেরি হয়।ছেলেটাকে একটু রেডি করে দাও না গো!


এই.....শুনছ?
আমার কিন্তু সত্যিই দেরি হয়ে যাচ্ছে..
দুর!! তোমার শুধু দেরি হয়।একটু দাঁড়াও, দুজন একসাথে বের হব কিন্তু!!


আচ্ছা তুমি কি ঐদিন একসাথে বের হবে, যেদিন জোছনা দেখতে যাব?
দুর!! কি যে বলো না! কেন যাবো আমি, আমার যে চাঁদের মাঝে বসবাস!


যেদিন সাগরের কাছে যাব, সেদিনও একসাথে যাবে না?
দুর!! কি যে বলো না! কেন যাবো আমি, আমি যে বিশালতায় বন্দী আছি গো!


যেদিন সন্ধ্যাকাশের তারা দেখতে যাব, সেদিনও একসাথে যাবে না?
দুর!! কি যে বলো না! কেন যাবো আমি, আমি যে নিত্য দেখছি!


কবিতা লেখার প্রহর যবে আসবে, সে রাতও একসাথে জাগবে না?
দুর!! কি যে বলো না! কেন জেগে থাকব আমি, যদি ভাবের ঘরে আগুন লাগে!তুমিই তো বলেছিলে 'ভাবের ঘরে আগুন লাগাতে যথেষ্ট প্রিয়ে!'


তবে কবে যাবে আমার সঙ্গে?
দুর! এটুকুও বুঝ না? একসাথে যেতেই হবে ঘাটে,
আমার যাকিছু শূন্যতা তুমি দেবে পূর্ণ করে, তোমার যেটুকু শূন্যতা আমি দেব ভরে। দুজন একসাথে যাব মুক্তির সন্ধানে।