তুমি গোপনে বলিয়ো গোপন কথা,
গোপন কোনো এক কাননে।
তাঁরে গোপনে বাঁধিয়ো গোপনে কাঁদায়ো,
গোপন কোনো এক স্বপনে।।


তুমি গোপন রাখিয়ো গোপন বিরহ,
মনের গোপন কোনো এক স্থানে।
তাঁরে গোপনে শুধায়ো গোপন প্রেমবাণী,
গোপন কোনো এক জনমে।।


তুমি গোপনে হাটিয়ো গোপন বনপথে,
গোপনে বকুল গন্ধে ভরায়ো রজনী।
তাঁরে গোপনে পরায়ো গোপনে গাঁথা মালা,
গোপনে সাজায়ো গোপন শয্যাখানি।।


তুমি গোপনে রাঙায়ো গোপন ক্ষণটুকু,
গোপনে জানায়ো তব প্রেমানুরাগ।
তাঁরে গোপনে সপিয়ো গোপন অর্ঘ্য,
গোপন চাহনিতে ঢালিয়ো রবিরাগ।।


তুমি গোপনে ভাসায়ো গোপন তরণী,
গোপন দরিয়া গোপনে সৃজিয়ো।
তাঁরে গোপনে ডাকিয়ো গোপন আবেগে,
গোপন দোলনায় গোপনে দুলিয়ো।।


তুমি গোপনে থাকিয়ো সুন্দরতর সখী,
গোপনে করিয়ো কলতান।
তুমি গোপনে ভাবিয়ো নও একাকী,
সে গোপনে করিছে একমাত্র তোমারি সন্ধান।।