অসাধারণ স্বপ্নের আলোর ঝলকানিতে সম্পূর্ণ তুমি।
প্রাণের উৎসবে মাতোয়ারা সর্বদা তোমার গৃহ,
আলাদা,মনযোগী,গুরুতর,উপযুক্ত,বন্ধুত্বপূর্ণ, হে গুণী।


সুদূর দিগন্ত পরাজিত তোমার মনের বিশালতার কাছে।
মানুষের জন্য মানুষ আরও একবার উদাহরণ তুমি,
সর্বাবস্থায় জয়ী বলেই মানবতা তোমার সঙ্গ নিয়েছে।


বাসন্তী সাজে সজ্জিত হয়তো অনেকের হিয়া খানি।
অন্যকে রঙিন করতে পারা সহজ নয় ধরণীতে,
এহেন দুষ্প্রাপ্য সফলতায় তুমি স্বয়ং জীবন্ত কাহিনী।


প্রচন্ড অভিমান লুকিয়ে মিষ্টি হাসি লেগেই থাকে মুখে।
তোমার মত উৎফুল্ল মানুষের ভীষণ প্রয়োজন আজ,
সংকটে পড়ে অস্থির ব্রহ্মান্ড আজ তোমাকেই ডাকে।


তোমাকে ভোলা নয়,ভুলতে চাওয়াটাই অপরাধ মানি।
অনেক সাধনার পুন্যফলে তোমার সাক্ষাৎ মিলে,
নিঃসন্দেহে তুমি শুদ্ধতা আর পবিত্রতায় পূর্ণ জননী।।


উচ্চতর ভাবনার আঙিনায় জানি তোমার অবস্থান।
তোমাকে ঘিরেই আবর্তিত হোক যত আনন্দরাশি,
অবনত মস্তকে সর্বদা করতে চায় তোমার গুনগান।