মনের ঘরে যতন করে রাখিও আমারে বাঁধিয়া।
আমি জানি না রচিতে সে বনপথ ওগো,
ও রাঙা চরণে নিত্য যে পথ যাওগো তুমি রাঙিয়া।


স্বপ্ন জড়ানো যামিনী আমার তব অনুরাগ মাগে,
অভিমান ভরা কামনাগুলো নব রুপে মনে জাগে।
গহিন কাননে বিরহিনী আমি,একাকী যায় যে কাঁদিয়া।


মোর আঙিনায় জোছনা তুমি, মোর গানে তুমি রাগিণী।
তব খেয়া ঘাটে বড় আশা করে ভিড়িলো মোর তরণী।।


ভোরের শিশিরে প্রেমস্নান সারে যেভাবে সবুজ পাতা,
আমিও সেভাবে শুচি হতে চাই শুনি তব বারতা।
প্রাণেতে আসি নীরবে শুধাও আমি যে তোমার লাগিয়া।