মালা গাঁথা হলো অবসান।
অভিমান মাখা এ মধু যামিনী,
তোমার প্রেম করে সন্ধান।।


আসন পাতা আছে বনপথে।
তোমার পদধূলি মাখিতে অঙ্গে,
দরদিয়া কাঁদে এ মায়া জগতে।।


সযতনে সেজেছে সেই বকুলতল।
তোমার আগমন স্মৃতিময় করতে,
সুরভি ছড়িয়ে মোহিত রেখেছে বায়ুমন্ডল।।


জোছনা ঢেলেছে আপন শোভা।
অন্ধকারে পথ দেখাতে দারুণ প্রস্তুতি চাঁদের,
অমৃতলোক তৈরী করেছে তার বর্ণীল প্রভা।।


এ যেন সকলের চিরনব জাগরণ।
আকাশে বাতাসে ধ্বনিছে সেই বাণী,
আয়োজনের এই উৎসবে হবে তোমারি আগমন।।


নিত্য রসের অধিকারী তুমি অনিত্য সংসারে।
জেনেছি তুমি প্রাণের স্পন্দন অতি সঙ্গোপনে,
শত জনমের ভিখারি আমি তোমারি দুয়ারে।।