কেন বলো ওগো দুরে গিয়ে তুমি,
কাছে টানো নীরবতা।
হয়তো তুমি ভালো থাকো খুব বেশি.....
এদিকে আমি কাঁদিয়া মরি,
মনে করে তব অমৃত বারতা।।


যে প্রাসাদ তুমি স্থাপিলে ওগো,
অতল সাগরে বসতি গড়িতে।
অত সাধনার পূর্ণ শক্তি,
আমি কি রাখি ওখানে যেতে।।
নিজগুণে এসে শিখাও সে প্রেম,
যে প্রেমে দোলে কুঞ্জবনের ঐ মাধবীলতা।।


সমানে সমান সুখী হতে ওগো,
লাগে আদর আর লাগে ভালোবাসা।
সমানে সমান দুঃখী হতে ওগো,
বারেবারে লাগে যাওয়া আর আসা।।
কারো সুখে কারো দুঃখ ঘোচানো প্রেমের সার্থকতা।।