উলুধ্বনি দে-
তোরা শঙ্খধ্বনি দে-
লক্ষী মায়ের আরাধনা শুরু হয়েছে।
সন্ধ্যাপ্রদীপ জালাও ঘরে,
নারায়ণী এসেছে।।


সকলে জপ মায়ের নাম,
বসে কর মায়ের ধ্যান,
হাতে তালি দিয়ে কর
মায়ের গুণগান।
চেয়ে দেখো মায়ের মুখে
চাঁদের হাসি লেগেছে।।


সাধনের লগন বয়ে যায়,
চলো ভক্তিতে হারায়,
মায়ের দুই চরণ ছাড়া
আরতো গতি নাই।
ধনে জনে ভরা তরী
কূলেতে আজ ভিরেছে।।