সোহাগ জড়ানো এ মধু যামিনী,
একাকী কাটানো দায়।
খোলা চুলে এসে দাঁড়িয়েছিলে কাছে,
সহজে সে ক্ষণ ভোলা কি যায়।।


কি যেন আমার নাই ওগো প্রাণে,
শুধালো কে বলো অচেনা সুর।
চমকিত আমি নব জাগরণে,
জানি না কে কাছে কে কত দূর।
তৃষিত রজনী পূর্ণ ওগো নিবেদনের ঈশারায়।।


শূন্য হওয়ার কি যে আনন্দ বুঝে নিলাম এতদিনে।
পূর্ণতার সেই অমৃতবাণী শুনি দক্ষিণা সমীরণে।।


চাওয়া-পাওয়া আজ মিশে একাকার,
নয়নে লেগেছে আবেগেরি নেশা।
কামনা-বাসনা যা ছিল সাকার,
নিরাকারে সব হারালো ভাষা।
চির নব প্রেম ধরা দিল বুঝি তোমারি করুণায়।।