ঘুরিতে ঘুরিতে এলাম এ ঘোর কানন
হঠাৎ তোমার সাথে হলো দরশন।
না চিনিলাম ওগো তুমি কাহার তনয়া,
কোথা হতে আসিয়াছ বলো না খুলিয়া।


এত তাড়া কিসের ওগো পথিক সুজন,
ধীরে ধীরে কব মোর আপন কথন।
তার আগে বলো তুমি কেন এ কাননে,
আলো ফেলে আঁধারেতে এলে কি কারনে।


আমি কোথা ছিলাম ওগো কিছু মনে নাই,
বর্তমানে মজে থাকি আমিগো সদাই।
আলো কিংবা আঁধার হোক অসুবিধা নাই,
যেখানে যেমন রীতি সে'সব মানায়।


অনেক রসিক তুমি বর্তমানের ধন,
আমি অতীতের রানী শুন দিয়া মন।
ফেলে আসা কিছু যদি চাও ফিরে পেতে,
চোখের পলকে আমি পারি এনে দিতে।


কি চাহিবো আমি ওগো কি ছিল আমার,
মনে তো পড়ে না কিছু কি বলিব আর।
তার চেয়ে ঢের ভালো এ গহীন বন,
ঘুরে ফিরে থাকি আমি পাবো যে যতন।


ধন্য পথিক তুমি এ ঘোর আঁধারে,
যতনে চেতনা মরে বলি যে তোমারে।
পূর্বেতে কেবা ছিলে কোথা ছিল ঘর,
আমিই সঠিক জানি আসল খবর।
আমি তোমার মাতা ছিলাম শোন দিয়া মন,
আমিই দিয়েছি শুধু তোমাকে জনম।


ওগো মাতা কি কারনে জনম যে দিলে,
আমার কি কাজ মাগো বলো একটু খুলে।
তুমি যদি মাতা হও পিতা কেবা হয়,
জানিতে বাসনা জাগে বলহ নিশ্চয়।


পিতা তব কালের অতীত ত্রিকালের রাজা,
সৃজিয়া এক গৃহখানি সৃজিলো দরজা।
তালা বন্ধ সে দরজা খুলে দিবে তুমি,
ভবিষ্যৎ নামেতে চাবি বলি পুনিপুনি।