বিশ্রাম নিতে ভুলে গেছে এ পৃথিবী।
বিশ্রাম নিতে ভুলে গেছে পৃথিবীর মানুষগুলো,
বৈচিত্রময় সুখের ঠিকানা খুঁজে খুঁজে হয়রান
তবুও ক্লান্তি নেই -এই বুঝি ধরা দিল।
কি ভয়ানক অভিশপ্ত জীবনযাপন চলছে অবিরাম,
সকল সম্ভবের আবাসস্থল আজ এই বিশ্বধাম।
অন্যের রক্ত ঝরলে ঝরুক-কিবা আসে যাই,
নিজেকে সুখী হতেই হবে-এর কোনো বিকল্প নাই।
কার কিসে সুখ নিজেও জানে না-
পথ ভুলে দিশেহারা-তবু কাউকে জিজ্ঞেস করে না,
যদি জেনে যায় সুখের ঠিকানা-
এই ভয়ে একা খোঁজা -তবুও মিলে না।
আবার বিশ্রাম নিলে অন্যে যদি খুঁজে পেয়ে যায়,
ঝুঁকি নিয়ে কি লাভ- অবিরত চুটছে সবাই।
অল্প সময়ের জীবন সবার ভুলে যায় বারবার,
মানবতায়ও সুখ মিলে-
সে সুখ সর্বকালে উন্মুক্ত করে মনের রুদ্ধ দ্বার।
অনাহারীকে অন্ন দাও-দুঃখী জনকে সুখ,
মহাবিশ্বের যত সুখ তোমার পায়ে লুটাতে-
সর্বদা প্রফুল্লচিত্তে থাকিবে উন্মুখ।