দুরের প্রাণকে নিজের মধ্যে ধারণ করছে প্রতিটি ক্ষণ।
অন্যকে আপন মনে করার প্রতিজ্ঞায় আবদ্ধ ওরা,
'সেবিকা' নামে খুব চেনা,ওরা দুঃখ-কষ্টে আপনজন।


ওদের আছে সুখ-দুঃখ,আছে হয়তো অচেনা অভিমান,
অন্যের সেবা শুশ্রূষার মধ্যেই সীমাবদ্ধ পুরোটা জীবন,
আত্ম-অনুভূতিগুলো ঘুমন্ত অবস্থায় করে মৃত্যুর সন্ধান।


বিপদে মনে পড়ে খুব ওদের,সুখে রাখে কয়জন মনেতে।
সিস্টার, সিস্টার, সিস্টার বলে ডেকেছি এইতো সেদিন,
বুক ফাটা চিৎকারে দৌড়ে এসেছিলো ঔষধ খাওয়াতে।


তাঁদের পরিচর্যা ছাড়া দুঃখ লাগব কোথাও নজির নাই।
অজস্র সেবিকা বিশ্বের প্রতিটি দেশে কর্মে নিয়োজিত,
কখনো দায়িত্ব দিনে, আবার কখনো নির্ঘুম রাত কাটায়।


এ বিশ্বে সবচেয়ে কঠিন কাজ নিয়ত অন্যের সেবা করা।
তাঁদের অবদান কখনো ভোলার যোগ্য নয় এ সংসারে,
অসংখ্য গৌরবোজ্জ্বল ইতিহাসে ওদের জীবন ভরা।


তাঁদেরই কারনে অনেকটা সহজ লাভ করতে আরোগ্য।
পেশাদারিত্বের সর্বোচ্চ শিখরে যে সকল সেবিকা রয়,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে সব সেবিকা সম্মানযোগ্য।