আমি নীরব নহি, নীরব নহি, ওহে মোর প্রাণধন।
শুধু অবাক হয়ে দেখি তব লীলা,
কিভাবে খেলিছো পেয়ে অবলা,
আমি নিরলে বসে একাকী করি ভাবের আয়োজন।।


তোমার যত কামনা বাসনা উল্লাস করে আপন মনে।
সাধগুলি মোর কাঁদিয়া মরে,
জনম বৃথা এ মায়া সংসারে,
দিবা নিশি কাটে চিন্তনে আর আঁখি মুছি গোপনে।।


ইচ্ছে হয় বলেই যেমন খুশী তেমন কর আপনি মজিয়া।
আমার ইচ্ছেগুলো পরাজিত বারবার,
অনেক ভালো ছিল যবে ছিলে নিরাকার,
অকল্পনীয় গন্ডগোল বাঁধালে তুমি সাকারে আসিয়া।।


পাওয়া দুরের কথা তোমাকে চাওয়াটাই যেন অপরাধ।
শান্ত মনে তুমি তোমার কর্ম কর সম্পাদন,
পরাধীন বলেই সর্বদা উত্তাল আমার মন,
যেন যজ্ঞকুন্ডে নিজেকে সপিয়া ঘৃত মেটায় মনের সাধ।।


জনমও দিলে, বিরহও দিলে, ভুলিবার মন্ত্র শিখালে না।
আড়ালে থেকে কর খেলা হিয়ার ভিতর,
এ গৃহ আমার নয়, এটি তোমারি ঘর,
তোমার পদচিহ্নে ধন্য পথখানি আমি রচিতে জানি না।।