আমি তোমারে পূজিতে এনেছি বকুল,
হৃদে প্রেম এনেছি ভরিয়া।
শত জনমের বাঁধা দুয়ার তব,
দাও গো প্রিয়ে এবার খুলিয়া।।


এত জনম যদি ঝরে আঁখিজল,
শুকাবে আর বলো কবে।
আমি পাষাণ হলে ক্ষতি নেই মোর,
কালিমা তোমারি হবে।
ক্ষমি অপরাধ যত মোর আজ দেখোগো আঁখি মেলিয়া।।


নব পল্লবে সাজানো ধরণী নব জাগরণ আনে,
প্রেমানুরাগ মিশে থাকে সদা কোকিলের কলতানে।


বারেবারে এই আসা আর যাওয়া,
ভালো তো লাগে না আর।
তোমাতে মিলিয়া চিরকালের তরে,
অবসর হউক ভাবনার।
নিবেদিত এই অর্ঘ্য নিয়ে লওগো আমায় বাঁধিয়া।।