আকাশপানে এমনভাবে একাগ্রচিত্তে তাকাতে হবে,
যেন ঠিক তেমনভাবে আর কেউ তাকাইনি কোনোদিন।


ঐ সমুদ্রের বুকে এমনভাবে ছুড়তে হবে ঢিল,
যেন ঠিক তেমনভাবে আর কেউ ছুড়েনি কোনোদিন।


মনোমুগ্ধকর এমন একটি গান গাইতে হবে,
যেন ঠিক তেমনভাবে আর কেউ গাইনি কোনোদিন।


এ বিশ্ব ব্রহ্মান্ডে এমন একটি সৃষ্টি করতে হবে,
যেন ঠিক তেমনকিছু কারো দৃষ্টিতে পড়েনি কোনোদিন।


নীরবে নিভৃতে এমন একটি কবিতা লিখতে হবে,
যেন ঠিক তেমনভাবে আর কেউ লিখেনি কোনোদিন।


এমন একটি চিন্তার আলো ছড়িয়ে দিতে হবে,
যেন ঠিক তেমন কোনো চিন্তা কেউ করেনি কোনোদিন।


এমন একটি শব্দ দিয়ে ত্রিভুবন জয় করতে হবে,
যেন ঠিক তেমন কোনো শব্দ ধ্বনিত হয়নি কোনোদিন।


এমন একটি মানবতা দৃষ্টিগোচর করতে হবে,
যেন ঠিক তেমনভাবে আর কেউ দেখায়নি কোনোদিন।


এমন একটি নিখুঁত সৌন্দর্যের জন্ম দিতে হবে,
যেন ঠিক তেমন সৌন্দর্য দেখেনি কেউ কোনোদিন।


দুচোখ ভরে এমন একটি ছন্দময় স্বপ্ন দেখতে হবে,
যেন ঠিক তেমন স্বপ্ন আর কেউ দেখেনি কোনোদিন।


এমন কিছু করতে হবে যা একান্তই নিজের,
মৌলিকতাই একমাত্র মাধ্যম এ বিশ্ব জয়ের।।