কে এলে প্রাণে, এ মধু ক্ষণে,
অচেনা সুখে মরি লাজে।
চিরদিনের সুর বাজলো কানে,
সঙ্গোপনে নব রাগিণী সাজে।।


রচিলে যে জোছনা মোর আঙিনায়,
দেখে শশী গোপনে মুখ লুকায়।
যা কিছু পাথর ছিল মিশে বরষায়,
একাকার আজ সব পড়ে মোহনায়।
অভিমান ভুলে ডাকে মোরে ঋতুরাজে।।


এমন লগন আসিবে জীবনে ভাবিনিতো কভু আগে,
প্রেমাবেগ ভরা আবাহনে ওগো হাজারো বাসনা জাগে।


যত কথা জমা ছিলো বুকের গভীরে,
শুধাবারে মন চাই নিরলে বসে।
বকুল ছড়ানো পথে এলে দুয়ারে,
দেখে প্রেম চুপিচুপি শুধুই হাসে।
বুঝি মোর অভিষেকের ঘন্টা বাজে।।