যে কোনো একটি কবিতা পড়ে পাঠাও।
ঠিক আবৃত্তি না হোক,তোমার কন্ঠতো শোনা যাবে।
এটাও কম কিছু নয় আমার কাছে।।


যে কোনো একটি গান গুনগুন করে শোনাও।
ঠিক সুর-তাল না হোক, তোমার কথাতো শোনা যাবে,
এটাও কম কিছু নয় আমার কাছে।।


যে কোনো কয়েকটি লাইন লিখে খামে পাঠাও।
ঠিক চিঠি না হোক, ঐ হাতের পরশতো পাওয়া যাবে।
এটাও কম কিছু নয় আমার কাছে।।


যে কোনো একটি ফুল রঙিন কাগজ মুড়িয়ে পাঠাও।
সতেজ না থাকুক, ঐ হাতের ছোঁয়াতো পাওয়া যাবে।
এটাও কম কিছু নয় আমার কাছে।।


যে কোনো একটি গল্প তোমার পছন্দ মত শোনাও।
হোক তা এলোমেলো,অনুভূতিগুলোর সঙ্গী হওয়া যাবে।
এটাও কম কিছু নয় আমার কাছে।।


যে কোনো একটি দিন আমাকে উপহার দিও।
হোক তোমার সময়মত,আমার কোনো অসুবিধা নেই।
আমি নান্দনিকতায় পূর্ণ করবো বলে ঐ ক্ষণ,
অপেক্ষা করে আছি এরকম হাজারো জনম।।