নষ্ট করেছো যাকিছু মহান নিজের সবকিছু দিয়ে।
এমনি দূতাবাসে রেখেছো বন্দী করে,
ইচ্ছে করলেও ছুটে যেতে পারিনা অমৃত আলয়ে।।


কি অপরাধে নষ্টামির খেলায় মগ্ন বুঝতে কষ্ট হয়।
একদা একনিষ্ঠ সাধক ছিল যেজন পরম যতনে,
লজ্জিত শিহরণে আদরের ছলে করলে সকলি ক্ষয়।।


জয়ী হতে জানি না বলেই নিষ্ঠুরতায় জর্জরিত কর।
পরকে আপন করিতে যাকিছু আছে প্রয়োজন,
সেসব কিছুর আমন্ত্রণে ব্যর্থ হলেই অভিমানে মর।।


সিদ্ধহস্তে শুদ্ধতার বলিদানে তুমি ধারালো অসিখানি।
বিষগৃহ রচনা করিলে আপন ক্ষমতা বলে,
তুমি দুর্বার, তুমি জাগ্রত, তুমিই দাম্ভিকতার শিরোমণি।।


একটি পূর্ণ জনম কেটে গেল আমার চিনিতে তোমায়।
ভাগ্যক্রমে যদি আর এক জনমে তোমার দেখা পাই,
তোমাকে বধ করিব ত্রিগুণাতীত সাধুসঙ্গের ছোঁয়ায়।।