তুমি সৃষ্টির অধিষ্ঠাত্রী হয়ে চিরস্মরণীয় বহুকাল ধরে।
তোমাতে নিশ্চিত পূর্ণতা পেয়েছে যেটুকু মঙ্গলময়,
হাজারো সংকটে তুমিই তো একমাত্র পরম আশ্রয়,
পথপ্রদর্শক হয়ে বাঁচিয়েছো বহু ঠিকানাহীন পথিকেরে।


তুমি স্নেহ-মায়া-মমতা লালন করে মহান বহুকাল ধরে।
তোমারি আরাধনায় মুখরিত দেবলোক-মর্ত্যলোক,
অসংখ্য দৈত্য-দানব নিধন করে তুমি সাধুজনের রক্ষক,
ইতিহাস ও ঐতিহ্য সমুজ্জ্বল তোমার উপর ভর করে।


তুমি অগণিত কবিতার প্রাণবন্ত উপমা বহুকাল ধরে।
তোমার চকিত চাহনি রঙিন করেছে হাতের লেখনী,
কখনো প্রেয়সী,কখনো দুহিতা,কখনো হয়েছো জননী,
তোমারি করুণার আশে কতো প্রেমবাণী কাঁদিয়া মরে।


তুমি সর্বোৎকৃষ্ট কর্মের উপযুক্ত প্রেরণা বহুকাল ধরে।
নজরকাড়া সৌন্দর্যের লীলাভূমির তুমিই রচয়িতা,
প্রচন্ড খরতাপে ক্লান্ত জনের কাছে তুমি শান্তির বার্তা,
সার্থকতার রঙিন পদ্ম ভাসমান তোমার হৃদ সরোবরে।


তুমি মহাশক্তির অংশরুপে জীবন্ত আছো বহুকাল ধরে।
ষড়রিপুর নৃশংস হত্যাযজ্ঞ চলে যাদের অন্তরমাঝে,
তোমার শক্তি ভুলে তোমারি কাছে অসুর সাঝে,
ধ্বংসিতে তাদের তব শক্তি জাগ্রত হোক বিশ্বচরাচরে।