'ওগো রাই কিশোরী,বলো না আমায়,
কেন নিত্য তোমার আসা-যাওয়া,
এই না যমুনায়।'
'ওগো শ্যাম কিশোর,লাজেই মরে যাই-
তুমি কেমন করে জিজ্ঞাসিলে-
এ কথা আমায়।'


'লাজে যদি যাবেই মরে,
কেমনে জানাবে তোমার প্রানের আকুতি।'
'নয়নে নয়ন রেখো,
বুঝিবে গো আমার প্রানে তোমার আরতি।
জনমে জনমে বারি ঝরিয়া শুকায়।।।'


'জগতে তোমাকেই চাওয়া,
পিরিতি রতন পাওয়া সমানে সমান।'
'রাধিকা তোমাকেই ছাড়া,
পিরিতি জোয়ার ধারার সদা অবসান।
হৃদ যমুনা ধন্য আজি তোমারি ছোঁয়ায়।।
" হৃদয় গহীনে বঁধু আমায় দিও ঠাঁই "