প্রাসঙ্গিকতা নিরুৎসাহিত হয়ে বিধ্বস্ত আজ সুখ।
রসময় ভাব বিসর্জন দিয়ে,
না বুঝেই বুঝেছি বলে জয়ী হতে সর্বদা উন্মুখ।।


প্রফুল্লচিত্তে নিজ চিন্তা প্রতিষ্ঠিত করছি অবিরাম।
অন্যকে বিচার করছি পদতলে রেখে,
মর্যাদার লড়াইয়ে অংশ নিয়ে ভুলুন্ঠিত আত্মসম্মান।।


পর্বত শিখরে আরোহন করা যার নেশায় পরিনত।
পাদদেশে বসে অনন্ত চেষ্টা না করে,
টেনে-হিচরে নীচে নামিয়ে তাকে ধ্বংস করতে ব্রত।।


বলছে একটা শুনছি আর একটা দ্বিধা লেগেই আছে।
অজস্র ব্যগ্র হুংকারে চারপাশ স্তব্ধ,
অসীম প্রান সীমিত পরিসরে বন্দী হয়ে হেরে গেছে।।


প্রবল উদ্যমী তারুণ্যে ভরপুর নবীনদের বিকল্প নাই।
সময় থাকতে বুঝে নিতে হবে কার কতদুর গন্তব্য,
বিশ্ব তোমাদের সময়োপযোগী সিদ্ধান্তের অপেক্ষায়।।