সযতনে ও দুটি হাতের কাঁকন কর আমাকে।
রিনিঝিনি আওয়াজ তুলে কানে শুধাবো আমি-
ভালোবাসি শুধুই তোমাকে।।


দারুণ আঁধারে মনোমুগ্ধকর আলো হও গোপনে।
ঝলমল সেই আলো অঙ্গে জড়িয়ে আমি-
বাঁধিবো তোমাকে প্রেম বাঁধনে।।


নির্ঘুম রাতে নিশি জাগা পাখি হয়ে গান ধর তুমি।
হৃদয়দোলানো সে গানে মোহিত হয়ে আমি-
শোনাবো সেই অমৃতবাণী।।


আমার মনের স্বর্গরাজ্যের রানী হও তুমি।
গোধূলি বেলার নীড়ে ফেরা পাখীর ক্লান্তি হয়ে আমি-
মাগিব শ্রান্তি করজোড়ে আমি।।


ভোরের নিস্তব্ধতায় বনপথে হাঁটিও নীরবে তুমি।
বকুল ভরা ফুলের ডালা নিয়ে দাঁড়াবো সন্মুখে আমি-
কন্ঠে ধরিবো ভোরের রাগিনী।।


প্রচন্ড খরতাপে এক খন্ড মেঘ হয়ে ভাসিয়ো তুমি।
স্বপ্ন ঘেরা কোনো আঙিনায় আনন্দে নাচিবো আমি-
শীতল পরশে তৃপ্ত হবে আমার দেহখানি।।


অপরুপ জোছনা হয়ে একটি রজনী ভরাও তুমি।
প্রণয়ী আবেগ ঢালিতে বহুকালের ঈপ্সিত আমি-
মুক্তি দাও এবার-ওগো স্বপ্নচারিনী।।