খুব বেশি মনে পড়ে গেলো বাবা তোমাকে।
কোলে করে রাতের উঠোনে ঘুম পাড়ানোর কথা,
স্কুল থেকে এসে সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা,
তোমার নান্দনিক চরিত্র হার মানায় আমার স্বপ্নকে।।


কত দিন হয়ে গেলো তুমি পাশে নেই আমার।
সেই সোনালী দিনগুলো বারবার ভেসে ওঠে চোখে,
যা'কিছু যায় তা একেবারের জন্যই যায় জীবন থেকে,
তোমার পরশে ধন্য হয় বারবার আমার স্মৃতির দুয়ার।।


তোমার কাছে শেখা অনেক কিছু আজও সমুজ্জ্বল।
আমার জীবনের সকল অনুভূতির তুমিই জন্মদাতা,
নতুন কিছু সৃষ্টিতেই পরম শান্তি-দিয়েছিলে সে বার্তা,
তুমি আমার বাবা ছিলে এটাই গৌরবের আবাসস্থল।।


দারুণ দক্ষতা দিয়ে তুমি নিয়েছ ঠাঁই আমার মাঝে।
সামান্য শব্দের কাছে তোমার ঘুম পরাজিত হতো,
তোমারি নিরাপত্তার চাদরে অন্যরা নিশ্চিন্তে ঘুমাতো,
তোমার বজ্রকন্ঠে পুঁথি পাঠ আজও এই কানে বাজে।।


তুমি পিতা, তুমি মূল, তুমি চির ভাস্কর সর্বকালে।
তুমি সন্তানের কেন্দ্র, তুমি সন্তানের গর্বিত চিৎকার,
তুমি সন্তানের আদর্শ, তুমিই সন্তানের অহংকার,
তুমি চিরজাগ্রত হয়ে উদিত হও সন্তানের মঙ্গলে ।।