ধীরে ধীরে দিন ফুরায়।
ও ভাই, ধীরে ধীরে দিন ফুরায়,
অনাদরে ফুলবনের সোমরস শুকায়।
সময়ের গুন আলোয় ভরা,
অসময় গুন আলেয়ায়।।


প্রাণের বিচ্ছেদ জ্বালা,
বোঝে কি জটিলা-কুটিলা,
ক'জন জানে গাঁথতে মালা,
জলধারা মেঘে লুকায়।।


জনমিয়ে একিই ঘরে,
চর্তুদিকে বসত করে,
লতা অবরুদ্ধ শিকড়ে,
আসল খবর সাধনায়।।


সাধুজনের গতিবিধি,
লক্ষ্য কর নিরবধি,
কেমন করে ছয় ব্যাধি,
তাঁদের চরণে লুটায়।।