কি করছো?কেন করছো?
কার জন্য করছো?ঠিক করছো তো?


সৌন্দর্যের ধারক ও বাহক বলেই প্রশ্ন করে সে।
রক্তাক্ত প্রাণে শান্তির পরশ বুলাতেই প্রশ্ন করে সে।
মানবতা জাগিয়ে তুলতেই নিয়ত প্রশ্ন করে সে।
চেনা মানুষ অযথা অচেনা হচ্ছে বলেই প্রশ্ন করে সে।
জানা সবকিছুই অজানা থাকছে বলেই প্রশ্ন করে সে।
চাওয়া পাওয়ার দ্বিধা-দ্বন্দ্ব ঘোচাতেই প্রশ্ন করে সে।
নিখুঁত চেতনার সাদর সম্ভাষণ করতেই প্রশ্ন করে সে।
নির্লজ্জতার আচ্ছাদন উৎপাটন করতেই প্রশ্ন করে সে।
অভিমানে জর্জরিত হিয়ার কান্না থামাতে প্রশ্ন করে সে।
উদাসীনতার নিষ্ঠুর থাবা বন্ধ করতে প্রশ্ন করে সে।
জাগরণী গানে চারপাশ ভোলাতেই প্রশ্ন করে সে।
নষ্ট যাকিছু ধ্বংস করতেই প্রশ্ন করে সে।
প্রচন্ড আঘাতে ঐশ্বর্য হারাচ্ছে বলেই প্রশ্ন করে সে।
নিরবিচ্ছিন্ন নীরবতায় সব হারাচ্ছে বলেই প্রশ্ন করে সে।


তিনি আর কেউ নন,
তিনি আমাদের সবার প্রিয় শৈবাল দাশ সুমন।