ওরা যুক্তি করে ঘরে ঢুকে খেলছে আমাকে নিয়ে।
আমার যা ছিল সব নিয়েছে ছলে-বলে-কৌশলে,
সগৌরবে নিঃস্ব করে এখন আমার দিকে আছে চেয়ে।।


রত্ন ভান্ডার অরক্ষিত ছিল বুঝতে পারিনি কোনোভাবে।
অন্ধত্বের ভয়াবহ বিস্তারে সর্বনাশ হয়েছে আমার,
কে জানতো সামান্য অবহেলা তাদের এভাবে জাগাবে।।


মারাত্মক ক্ষতির সম্মুখীন সুন্দর ও পবিত্রতার ঐক্য।
ষড়রিপুর কশাঘাতে জর্জরিত হয়ে মৃতপ্রায় সৌন্দর্য,
প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে  শৈশব, কৈশোর ও বার্ধক্য।।


না বুঝে তাদের গতি বৃথা দৌড় দিলাম সম্মুখ সমরে।
আগে পিছে ওরাই রাজত্ব করে দেখলাম দুচোখ ভরে,
না গেলাম তাঁদের কাছে যাঁরা ওদের সমুলে নষ্ট করে।।


সাধুসঙ্গ ছাড়া এ বিপদ থেকে পরিত্রাণের পথ নাই।
যে শ্রাবণ করে সর্বদা নিত্য প্রেমের বরিষণ,
সে জলে স্নান বিনে এ মায়া ভুবনে রক্ষা নাই,রক্ষা নাই।।