ঘুমিয়ে গেছে রাত জাগা পাখি,
সাথে নিয়ে কিছু অভিমান।
না বলা কথা বুকে জমা রেখে,
যতনে রচিলো আগামীর গান।।


অবসর নেই নীড়ে ফেরা পাখির,
কন্ঠে কেবলি উদাত্ত আহ্বান।
যতদিন না মিলে রসিক সুজন,
এ জীবন যাবে করিতে সন্ধান।।


আমি সেই পাখি জানিও তুমি,
তোমা পানে চেয়ে আছি।
যে জনমে তোমার সময় হয়,
যতনে বলিও 'আমি এসেছি'।।


স্বপ্নের অধিষ্ঠাত্রী হয়ে চিরজীবী তুমি,
আমি এক বিচ্ছিন্ন ঘুমন্ত পথিক।
অনাকাঙ্খিত শিহরণ বুকে নিয়ে ভাবি,
কেবা ভুল আর কেবা হয় ঠিক।।


হয়তো আমার ভুলেতে বসবাস,
তুমিই না হয় একমাত্র সত্য।
তোমাতে মিশিতে তবু জাগে সাধ,
নিজ গুনে করুণা ঢালিও নিত্য।।