তুমি স্বপ্নের অধিষ্ঠাত্রী,
আমি অনুভূতির অংশীদার।
তুমি ছাড়া গতি নেই মোর,
জয় তোমারি হোক, তবু জন্ম দিও না শূন্যতার।।


সূর্যলোকে বসতি তোমার,
চন্দ্রলোকে বসে করি তেজ আস্বাদন।
তোমারি করুণায় জোছনা ঢালি,
তুমিই পরম সত্য, তুমিই সাধনার পরশ রতন।।


অতৃপ্তির পরিসমাপ্তি তুমি,
চরম ক্রান্তিলগ্নে তুমি নব জাগরণ।
সকলি ত্যজিয়া দেখি তব রুপ,
তুমিই বাঁশরীর সুর, তুমিই সেই নুপুরের রণন।।


বসন্ত করজোড়ে সম্মুখে তোমার,
তুমি বিনে রঙিন হওয়া দায়।
বহুকাল ধরে চলছে তোমার আবাহন,
তুমিই লজ্জিত শিহরণ,যত ঐশ্বর্য ও পায়ে লুটায়।।


পূর্ণতার আর এক নাম শুধু তুমি,
আমি জানিনা তোমার গুনকীর্তন করিতে।
আসা-যাওয়ায় এই ক্লান্তি দুর করো,
ওগো, আর পারিনা একা সাধের তরণী বাইতে।।