বহুকালব্যাপী রক্ত মাংসে গড়া দেহ নিয়ে,
করি বসবাস এ ভূমন্ডলে।
নিজের আছে সব-
তবুও পরেরগুলো ছিনিয়ে নিতে উন্মত্ত সকলে।।
কা্র কি কারনে রক্তের নেশা বোঝার উপায় নাই,
সভ্য জগতে অসভ্যতা -
চঞ্চল পশু যেন সবর্দা শিকারের অপেক্ষায়।।
আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাঁরে,
অবতীর্ণ হয়ে উদ্দেশ্যহীন হয়েছি-
অপ্রস্তুুত জবাব নিয়ে ফিরে যাচ্ছি অমৃত নগরে।।
মনে করছি আমার'টা ঠিক বাকী সব ভরা ভুলে,
ভুলের উপর নির্ভরতা বাড়িয়ে-
মানবতার উদাত্ত আহ্বানকেও পিষ্ট করছি পদতলে।।
প্রাণের মূল্য প্রাণে বোঝে জড়ের সাধ্য নাই,
ভুলেছি শুধু তা নয়, আরো ভুলেছি-
অশ্রুতেই সুচিন্তার জন্ম উন্মত্ততায় নয়।।