কেউ বিস্মিত আর কেউ লজ্জিত,
কেউ শুধুই পথ পানে চেয়ে থাকে।
কেউ সাধ করে লভিলো জনম,
স্বঘোষিত প্রতিশ্রুতি ভাঙিতে।।


কারো চাহিদায় পিষ্ট ভালোবাসা,
কারো নিস্তব্ধতায় বিলুপ্ত কারো স্বপ্ন।
কেউ দারুণ অভিমানে হারায় ভাষা,
কেউ আপন মনে দ্যুতি ছড়াতেই মগ্ন।।


কেউ শিহরণ জাগিয়ে পালিয়ে বেড়ায়,
কারো হাসিতে উন্মত্ত জীবনের ক্লান্তি।
কারো চাহনিতে ভাসছে বিগত কয়েক জনম,
কেউ সখ করে বয়ে বেড়ায় অন্যের ভুল ভ্রান্তি।।


কেউ বন্দী করে অন্যকে নিজে কুপোকাত,
কারো পদধূলি দেখে কেউ ফেলে দীর্ঘশ্বাস।
জলন্ত ভস্মরাশিতে কেউ অগ্নিস্নান করে,
কারো আহবানে অতিষ্ট আকাশ বাতাস।।


রচিতে বনপথ লাগে পূর্ণ ভালোবাসা,
ঘোচাতে কলঙ্ক লাগে ছন্দময় পিপাসা।
মুক্তির স্বাদ পেতে লাগে যাওয়া আর আসা,
চেতনা ফিরে পেতে লাগে আত্ম-জিজ্ঞাসা।।