মাগো, আরতো পারিনা বইতে এ ভার,
দাওনা এবার চরনে স্থান।
কি পথে গেলে কি ভাব মেলে,
দিয়ে যাও মাগো তার সন্ধান।।


লুকানো কথা, লুকানো ব্যথা
লুকানো যত সাধন ধন,
লুকায়িত রবে চিরদিন মাগো
না পাই যদি তব দরশন।
তোমার শুভ্র নির্মল ধারায়--
এবার আমায় করাও স্নান।।


জানিনা কিছু, বুঝিনা কিছু
শত জনমের অপরাধী হই,
ছেলে দোষে মা'কে গালি দেবে না
এমন মানুষ পাইবে কই।
স্নেহের পরশ বুলিয়ে মাগো--
শীতল করো এ মন-প্রাণ।।