এত ভারী বোঝা নিয়ে পথ চলা যায়?
অজস্র স্বপ্ন বায়ুবেগে ধাবমান-
তবুও তরীখানি নিঃশব্দে ডুবে এসে কিনারায়।
পরম সত্যি মনে করে কাছাকাছি যায়,
প্রলোভনের হাতছানি দেখে নির্বাক হয়ে-
মনের শূন্যতাকে বারংবার লঙ্ঘনের ক্ষমতা হারায়।
এমনি বন্ধনে জড়িয়ে আছে সাধের যৌবন,
উন্মুক্তদ্বারে প্রবেশের পথ সম্মুখে -
তবুও অধোগামী হতে যেন তার সকল আয়োজন।
বিচ্ছিন্ন আর দুর্বল ভাবনা অবিরাম বহমান,
রজনী যত গভীর হয়-
ভারী বোঝা আরো বেশি ভারী হয়ে দেয় দরশন।
এ যেন অশুভ প্রতীক হিসেবে বাঁচার আকুতি,
ভুলে যাচ্ছি বারবার নিজের কাহিনী-
যেখানে লিখিত আছে শুদ্ধতায় হালকা হবার নীতি।