কোনোকালেই ছিল না কিছু অমীমাংসিত বিবেচনা।
দূরকে কাছে করাতেই গেল বিগত কয়েক জনম,
এ জনমে এসেও অনেকের হৃদয়ে চলে তাঁরি বন্দনা।


শৈশব গেছে সেই কবে তবু শিশুসুলভ আচরণ গেল না।
বন্ধুত্বপূর্ণ গুণীজনদের কাছেই মিলে আসল মানবতা,
আপন ঐশ্বর্য ধরে রাখতেই চলছে উৎসবমূখর সাধনা।


মাধুর্যমন্ডিত উৎফুল্লতা আজ খুব বেশি প্রয়োজন।
মৃত্যুর দ্বার উন্মোচিত হয়েছে আগের চেয়ে খুব বেশি,
এমনি পরাজয়ের দিনে দরকার মমতার আয়োজন।


'কেমন আছো ভাই' এ যেন স্নেহ ভরা অমৃতময় বাণী।
ভুলে যাওয়ার ধুম লেগেছে এই মহাসংকটময় মুহুর্তে,
এমন দিনে সত্যিই পূজনীয় এরুপ শৈল্পিক জননী।


অল্প সময়ের আসা যাওয়ার কালে হাজারো ঘটনা ঘটে।
কিছু মুছে যায় অনাদরে আর কিছু থাকে সঙ্গোপনে,
আর কিছু অনুভূতিকে উসকানি দেয় প্রচন্ড দাপটে।


মননশীলতার সর্বোচ্চ শৃঙ্গে নিত্য বসতি হোক তোমার।
তোমারি জয়গানে মুখরিত হোক আলোকময় ক্ষণ,
তোমার উদারতার কাছে পরাজয় ঘটুক দুঃসহ বেদনার।