স্বপ্নগুলো ভেঙে চুরমার কর কেন বুঝিনা কিছুতেই।
স্বপ্নের জোয়ারে ভাসতে কত কষ্ট করতে হয়
আমি নিশ্চিত তুমি জানো না সে কথা নিশ্চয়,
জানলে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখতেই।।


দুরন্ত প্রেম নিয়ে ছিনিমিনি খেল কেন বুঝিনা কিছুতেই।
এমন সাধনার ধন আয়ত্ত্ব করা সহজ কথা নয়
আমি নিশ্চিত তুমি জানো না সে কথা নিশ্চয়,
জানলে অন্তত এক ফোঁটা জল আঁখিকোণে রাখতেই।।


বকুল রাঙা পথে কাঁটা ছড়াও কেন বুঝিনা কিছুতেই।
এমন বনপথ রচিয়া বিনোদিনী শ্যাম-ছোঁয়া পাই
আমি নিশ্চিত তুমি জানো না সে আলেখ্য নিশ্চয়,
জানলে আবাহনী গানে ভুবন মোহিত করে রাখতেই।।


জোছনাময় রাতে কিভাবে চুপ থাকো বুঝিনা কিছুতেই।
এমন লগন হিয়ার কাঁপনে পরিপূর্ণ থাকে সর্বদায়
আমি নিশ্চিত তুমি জানো না সে কথা নিশ্চয়,
জানলে বাহুডোরে বাঁধিয়া প্রেমরসে স্নান করতেই।।


পরকে আপন করা শিখলে না কেন বুঝিনা কিছুতেই।
পরাধীন থেকে অমৃত যে পায় সে হয় রত্নময়
আমি নিশ্চিত তুমি জানো না সে কথা নিশ্চয়,
জানলে তুমি আমাতে মিশে একাকার হয়ে থাকতেই।।