তোমাকে ঠিক চেনা গেলো না মুক্ত সমাগমে।
বিশালতা ম্লান করে ক্ষুদ্র কুঠিরে অবনত হয়ে,
সর্বনাশী চিৎকারে রক্তাক্ত করিলে অকারনে।


তোমার বলে জয়ী হব ভেবে
দিলাম তোমায় ঠাঁই।
বন্দি হয়ে নিজেকে হারাবে ভাবিনি কোনদিন,
বুঝলে আগে বিচ্ছিন্ন হতাম
প্রয়োজনের তারনায়।


তোমার আলোর এত দুরবস্থা
আঁধারে নিত্য পরাজয়।
সগৌরবে জ্বলে উঠার সাধনায় মগ্ন না হলে,
বিলুপ্ত হয়ে একসাথে হারাবো
নজর কাড়া স্বীয় পরিচয়।


এতই যদি দূর্বল রবে
পশুতে সাজাতে আপন আলয়।
প্রশ্নবাণে জর্জরিত হবার সুযোগ না রহিত সেথা,
ভুল ঠিক একাকার করে
হয়তো হতো বিমোহিত সবাই।


মানবের মাঝে এসেছো যখন
নিজ রূপে প্রকাশিত হও।
আজ তোমার বিস্ময়কর শুদ্ধতার
খুব বেশী প্রয়োজন,
তোমার বিশালতার পরশে মোদের ক্ষুদ্রতা ভেঙ্গে-
মানবতার জয়গান করার সুযোগ করে দাও।।