আজি এ ক্ষণ মিলনের শুধু
কল্পনা দিয়ে ঘেরা,
প্রশান্তির ছোঁয়া লেগেছে মনে
হয়েছি আত্মহারা।  
হাতে হাত ধরার এইতো সময়-
চোখে চোখ রেখে খেলিছে প্রণয়,
বুকের গভীরে উছলিয়া পরে
লজ্জিত শিহরণ,
বসন্ত দূয়ার খুলল বলেই
এহেন নব জাগরণ।।


প্রাণে প্রাণ মিশে একাকার হতে
ডাকিছে ধরণী,
লাজুক হিয়া থরথর কাঁপে
শুনে সেই প্রেমবাণী।
যেজন করিছে স্নান প্রেমাঞ্জলি দিয়া-
যুক্ত হয়ে মুক্ত হব তাঁহার কাছে গিয়া,
সময় গেলে আর কি মেলে
সাধের রত্ন দরশন,
ওগো,আঁখিবাণে বিদ্ধ করার
এইতো সে লগন।


নিজগুণে রঞ্জিত হয়ে
চিৎকার করে বলে ঋতুরাজ,
গোপন বাসনা উন্মোচিতে
আমি উপস্থিত আজ।
এমন ডাকে ঘরে থাকা শোভা নাহি পাই,
চলোনা আজ শুধু মিলনের গান গাই,
আপন ঘর আপন করিতে
চলো আপনি হই মত্ত,
যেন স্নিগ্ধতায় শাণিত হয়ে
অমর হয় মোদের চিত্ত।