তোমার সান্নিধ্যটায় আমার শত জনমের সাধনা ছিল
বকুল ছড়ানো পথে হাঁটাটায় বহু কালের স্বপ্ন ছিল,
পুষ্পিত ঝড়ে স্নিগ্ধ হলো হিয়াখানি
করুক না হয় আজ লোকে কানাকানি,
তবুও আমার জীবন শুদ্ধ হোক তোমার পরশে,
এ বসন্তে আমি রঙিন হবো আজ মনের হরষে।


হৃদয়ে তুলে উন্মাদনা আমাকে বাঁচাও মনের মত করে
আমি রঙধনুর সাতটি রঙের ছটা খুঁজি মেঘের ভেতরে,
তুমিই একমাত্র পরম সত্যি আমার কাছে
ও চোখে আমার পরিপূর্ণতা লুকানো রয়েছে,
তুমি কল্পিত আখ্যানের উপমা হয়েছো আপন আঙ্গিকে,
এ বসন্তে তোমারি জয়ধ্বনি চলছে আজ চারিদিকে।


সকলি ফেলে তোমার দ্বারে এলাম চির যৌবন নিয়ে
জাগ্রত প্রেম উন্মোচিত করে তুমি ভুবন যাও রাঙিয়ে,
নিঃস্তব্ধতার অবসান কর লজ্জিত শিহরণে
নির্মল সুবাস মিশে থাক্ দক্ষিণা সমীরণে,
প্রতিটি নিঃশ্বাসে আমি করতে চাই তোমার গুণকীর্তন,
এ বসন্তে ঝরুক প্রেমরাশি আর মূখর হোক যত মৌবন।


তোমার রচিত প্রেমনদে আজ জীবন তরণী বেয়ে যায়
কেবলি তোমাতে যুক্ত হয়ে আজ আমি মুক্তি পেতে চাই,
আর কত আসা-যাওয়া এ জগত সয়
আলোর ঝলকানিতে আঁধার হোক ক্ষয়,
তুমিই আমার একমাত্র ভরসা আজ এ কথা বলিবার,
এ বসন্ত আমার, ওগো, এ বসন্ত শুধুই ভালোবাসার।