পরিশুদ্ধতায় পূর্ণ অনুভূতিগুলো সগৌরবে খেলা করে।
চারিদিকে চলছে সমৃদ্ধ জীবনের জয়জয়কার,
জাগ্রত নিগূঢ় চিন্তাশক্তি একমাত্র সম্বল তাঁর,
কল্পনাতীত সৌন্দর্য নিয়ে সার্থকতা নিত্য বসতি গড়ে।।


আনন্দরাশি বুকে ধারণ করে বলেই হাসিতে পূর্ণ মুখ।
প্রস্ফুটিত হয়ে মোহিত রাখে চারপাশ,
চরম ঐশ্বর্যের সাথে করছে বসবাস,
তাঁর কাছে স্বেচ্ছায় বন্দীত্ব বরন করলো স্বর্গীয় সুখ।।


ক্ষুদ্র পরিসরের জীবনে বরণীয় হওয়া সহজ কথা নয়।
একাগ্রতা নিয়ে গেল তাঁকে অনেক দূরে,
হয়তো থাকবে এ মর্যাদা জন্ম-জন্মান্তরে,
সেদিনের ছোট্ট সীমা আজ উৎকৃষ্টতার উদাহরণ হয়।।


এমন উন্নত মননশীল গবেষকের আজ খুব প্রয়োজন।
দেশ ও জনগণের কল্যাণ যে ভাবে,
ইতিহাস প্রফুল্লচিত্তে তাঁকে স্মরণ করিবে,
আরো বেশি আলোকময় হউক তোমার বর্ণাঢ্য জীবন।।