চাঁদের গায়ে আগুন লেগেছে,
চেয়ে দেখো সখী ঐ গগনে।
এ জোছনা পূর্ণ হতে চাই,
তোমার আমার আলিঙ্গনে।।


শত জনমের কালিমা ঘোচাতে,
আজ কেবলি উদ্যত সমীরণ।
বকুল সুরভী সাথে নিয়ে করে,
চিরযৌবন ভরা প্রেমের আমন্ত্রণ।।


এ রজনী আজ মুখরিত হলো,
রাত জাগা হাজারো পাখির গানে।
রাঙা পায়ে হেঁটে এসো বনপথে,
মিলন শয্যা সাজানো কাননে।।


যে কথা জমা বুকের গভীরে,
বলিতে মনে জাগিলো সাধ।
তোমার আলোতে স্নান করে,
বিসর্জন দিতে চাই চিত্তের অবসাদ।।


তুমি হও মোর চিরকালের সাথী,
তুমি মোর পরম আরাধ্য ধন।
তোমার পরশ মাগিছে হৃদয়,
যাকিছু মোর তোমাতে করিলাম সমর্পন।।