হঠাৎ জীবন্ত শ্রেণিকক্ষের চারপাশের মৃতপ্রায় পরিবেশ।
কিংবদন্তীর আগমনে দিশেহারা জ্ঞান সন্ধানীর দল,
দৃশ্যমান কতগুলো অচেনা চিন্তা করলো হৃদয়ে প্রবেশ।।


প্রশ্নের সঠিক উত্তর দিতেই হবে পরের দিন ক্লাসে।
এই ভেবে রাতের পড়ার টেবিলে ছিল সবার মনোযোগ,
নিখুঁত জ্ঞান শক্তিকে সঙ্গী করে নিত্য বসবাসের আশে।।


বলছি এক শ্রদ্ধেয় স্বপন স্যারের অনবদ্য জীবনগাঁথা।
কত জনকে মানুষ করে গড়ে তুলছে তার হিসেব নেই,
যেটুকু দিয়েছেন তাই নিয়ে টানছি জীবন রথের চাকা।।


নিয়তির কাছে পরাজিত হয়ে স্যার কেঁদেছিল একদা।
নিমিষেই হাজারো অশ্রুধারা গোপনে লুকিয়ে সবাই,
বলেছি আমরা হাজারো সন্তান আপনারি সর্বদা।।


কিছুই দিতে পারিনি স্যার আমরা হতভাগার দল।
কে কতবার খোঁজ নিয়েছি কেমন আছেন স্যার,
জানি আপনার আশীর্বাদ মোদের শক্তি মোদের বল।।


যে ঋণের বোঝা মাথায় নিয়ে চলছি তা অনেক ভারী।
আপনার অবুঝ সন্তান অবনত মস্তকে এটুকু বলে যাই,
আপনিই আমাদের চলার পথের একমাত্র কান্ডারী।।