নিশীথ রাতে কাঁদিয়া মরে হাজারো অচেনা অনুরোধ।
আর তো পারিনা বাঁধিতে হিয়া,
অজানা শিহরণে ওঠে কাঁপিয়া,
উন্মাদ হলো মন আজ বুঝিনা কি ঋণ করিতে শোধ।।


যাকিছু তোমার শুধুই তোমার আমা কিছু তাতে নাই।
আমার সকলি তোমারিই কেবলি,
প্রাণে প্রাণে আজ করে কোলাকুলি,
জানো না বলেই অভিমানগুলো নীরব আঁধারে হারায়।।


ওগো স্বপ্নচারিণী, তোমারি মন্ত্রে তোমারে দিই ডাক।
যত সব নব নব উন্মাদনা তোমারি সৃষ্টি,
তোমাতেই বিলুপ্ত আমার অসহায় দৃষ্টি,
নিজগুণে মৌবনে সৃজিলে যতনে বিস্ময়কর মৌচাক।।


যেজন ভুলে আপন গৃহ কে দিবে তারে নবগৃহের সন্ধান।
অগোচরে তব আকুতিগুলি কাঁপন ধরায় প্রাণে,
এ যেন কেবলি দোলা লাগা সেই চিরদিনের গানে,
তুমিহীন বলেই মোর কাছে এ ধরণী এক নির্জন কানন।।


যে যাকে ডাকে কেবলিই ডাকে আলো কিবা আঁধারে।
হয়তো আসিবে কাছে আপন মনের টানে,
নয়তো রহিবে পাওয়ার বাহিরে সঙ্গোপনে,
জানিও সখী, অভিমানী প্রাণ কাঁদতে জানে বারেবারে।।