নব ধারাতে সাজিয়া বরষা,
নামিলো গোধূলি বেলা।
কিছু আশা আর কিছু অনুভূতি,
হৃদয়ে করিছে খেলা।।


যা'কিছু মলিন ধুয়ে মুছে যায়,
নব জাগরণে ভাসিছে প্রাণ।
প্রিয়ার গোপন কথাটি শুনিতে,
মেঘবালিকা পাতিছে কান।।


কে কাকে বাঁধে দেখিতে ওগো,
রঙধনুর আজ জাগিলো সাধ।
বাহারি রঙে পূবাকাশে ভেসে,
গোপনে পাতিলো প্রেমের ফাঁদ।।


যে কাঁদে বুকে অভিমান লয়ে,
তাঁহারে পূজিতে এইতো সময়।
অদেখা-অচেনা-অজানা সকলি,
উন্মুখ আজ দিতে পরিচয়।।


অনুরাগী ক্ষণ মানে কি বারণ,
মিলন নেশা কেবলি জাগায়।
কামনা বাসনা সকলি ফেলিয়া,
প্রাণেতে প্রাণের লুকানো শেখায়।।