ভালো লাগা কবিতাগুলো তোমার কথাতেই সীমাবদ্ধ।
মন জুড়ানো গানগুলো তোমার কীর্তন করে,
সুরভি ছড়ানো ফুলগুলো তোমার প্রতিনিধিত্ব করে,
মুক্তির বার্তা ধারণ করে প্রেম শুধু তোমাতেই পরিশুদ্ধ।।


যত্নে গড়া সৃষ্টি বলেই তুমি চির নব যৌবনের অধিষ্ঠাত্রী।
তোমার পরশ হাজারো দুঃখরাশির পরিসমাপ্তি,
তোমার ঘন কালো চুল আঁধারের একমাত্র শক্তি,
তোমার করুণা বিনে বাঁচা দায় তৃষ্ণায় কাতর যে যাত্রী।।


তোমার প্রাণের রঙে জলে পুড়ে ছারখার যত মলিনতা।
মনানন্দে যেজন গড়ে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি,
নিঃসন্দেহে সেজন সগৌরবে হয়ে ওঠে ঐশ্বর্যের রানী,
তোমাতে মিশে গিয়ে জোছনা ধরে রেখেছে স্বকীয়তা।।


তোমার চলার ছন্দে একীভূত হয় হাজারো রাগিণী।
নিভৃত কাননে বসে তুমি গাঁথো যে মালাখানি,
তারি অংশ হতে চলছে পুষ্পে-পুষ্পে হানাহানি,
ও হাতের নির্মল ছোঁয়ায় পূর্ণ হয় তাদের জীবনকাহিনী।।


আমি তুচ্ছ, আমি নগন্য, তোমার সাধনা নাহি জানি।
তবুও তোমাতে হারাবো বলে ধরেছি জীবনে পণ,
জানি তুমি চিরন্তন আর সাধনার পরশ রতন,
আকুল হয়ে শোনার অপেক্ষায় তোমার অমৃতবাণী।।