কিছু পরিচয় হঠাৎ খুব বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে।
রক্তাক্ত ক্ষণগুলো শান্তির নিঃশ্বাস ফেলে বারংবার,
শুদ্ধতার সংস্পর্শে এসে উদ্ভট চিন্তার অবসান ঘটে।।


কিছু কথা হঠাৎ খুব বেশি প্রাসঙ্গিকতায় ভরপুর রয়।
বয়ে যাওয়া দক্ষিণা সমীরণে বাজে মিলনের সুর,
হাজার বছরের পাথর খন্ড গলে নিমিষেই নদী হয়।।


কিছু অনুভূতি হঠাৎ খুব বেশি দোলা দিয়ে যায় প্রাণে।
দরদীয়ার বুকফাঁটা কান্নায় একুল ওকুল ভেঙে চুরমার,
নীরবতার পরিচ্ছন্ন আহ্বান কেউ কেউ নীরবে শোনে।।


কিছু নিবেদন হঠাৎ খুব বেশি আনন্দময় করে চারপাশ।
অকস্মাৎ আলোয় পরিপূর্ণ করে অন্ধকার আঙিনা,
নব সাজে প্রেম করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে বসবাস।।


কিছু পাওয়া হঠাৎ মনে হয় সকল পাওয়ার পরিসমাপ্তি।
সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,হাসি-কান্না এসব আপেক্ষিক,
হৃদ গগনে যা কিছু মেঘ ওসব শুধু অভিমানের ব্যাপ্তি।।